পডজল

14572768_1269232329785137_6440250940678426464_n.jpg

পডজল(Podzol) :- আঞ্চলিক মৃত্তিকা শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ মৃত্তিকা হল এই পডজল মৃত্তিকা। পডজল একটি রাশিয়ান শব্দ ; যার “pod” অর্থ ‘Under’ও “Zol”অর্থ Ash বা ছাই। সাধারনত উত্তর গোলার্ধে সরলবর্গীয় বনাঞ্চলে গ্রানাইট ও বেলেপাথর প্রভৃতি শিলা থেকে ছাই সমৃদ্ধ আম্লিক মৃত্তিকার সৃষ্টি হয়। সরলবর্গীয় বনভূমির পাতা পচে এই আম্লিক মৃত্তিকার সৃষ্টি হয়। “B”স্তরে লৌহ ও আলুমিনিয়াম অক্সাইড সঞ্চিত হয়ে হার্ডপ্যান সৃষ্টি করে।

রাশিয়ার সাইবেরিয়া, কানাডা, সুইডেন, আমেরিকা, পূর্ব বোর্ণিও প্রভৃতি স্থানে এই মৃত্তিকা দেখা যায়।

উৎস – ভূগোল এবং আমরা/Geography & We